‘৭২ এর সংবিধানের কবর হবে, অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুথানের ঘোষণাপত্রের মধ্য দিয়ে ৭২ এর সংবিধানের কবর রচিত হবে, অপ্রাসঙ্গিক হয়ে পড়বে আওয়ামী লীগ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হাসনাত।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আরো আগেই ঘোষণার প্রয়োজন ছিল, তবে রাষ্ট্রকে এগিয়ে নিতে আশানুরূপ সহযোগিতা মেলেনি।

জুলাই প্রক্লেইমেশন অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গতকাল অনলাইনে ক্যাম্পেইন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও জাতীয় নাগরিক কমিটি। আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে জাতীয় শহীদ মিনারে।

নিউজটি শেয়ার করুন