শেখ হাসিনা সরকার টানা ১০ মাস আলো-বাতাসহীন কনডেম সেলে রেখেছিল জানিয়ে হেফাজত ইসলাম নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, টানা ৫১ দিন তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। চ্যানেল আইয়ের সাথে বিশেষ সাক্ষাতকারে তিনি বলেন, জীবনে কোনোদিন তিনি একটি পিঁপড়াও মারেননি কিন্তু তাকে ৬টি হত্যা মামলার আসামী করা হয়।