আগামী সাত দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং সচিবালয় থেকে আওয়ামী নিয়োগপ্রাপ্ত আমলাদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ একাংশের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ হয়।
সমাবেশে বক্তারা বলেন, এই অগ্নিকাণ্ডটি স্পষ্ট ষড়যন্ত্র এবং এর পেছনে ভারত ও আওয়ামী লীগের সরাসরি হাত রয়েছে। শেখ হাসিনা তার পরিবার ও দলীয় সন্ত্রাসীদের দ্বারা রাষ্ট্রীয় অর্থ লোপাট ও তাদের কুকর্মের নথি নিয়ে কাজ শুরু হবার পরই সেই সকল নথিগুলো ধ্বংস করে বিচারকাজকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এই অগ্নিকাণ্ড।
তারা বলেন, সারাদেশের আইন শৃ্খংলা পরিস্থিতি, অনিয়ন্ত্রিত চাঁদাবাজি, জুলাই বিপ্লবের সৈনিকদের খুন ও গুপ্তহত্যা ঠেকাতে ব্যর্থ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে নাগরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর একারণেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে দলটি।