যশোর জেলার গুরুত্বপূর্ণ মোড়সহ শহরের সর্বত্রই সাজ সাজ রব। রয়েছে মানুষেদের মাঝে উৎসবের বাড়তি আমেজ। এসকল সাজ ও উৎসবের মূলে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল ২৭ ডিসেম্বর যশোর সফরে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, আগামীকাল ২৭ ডিসেম্বর যশোর সদরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ২৭ ডিসেম্বর শুক্রবার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের যশোর সদরের কর্মী সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা হয়েছে হাজার হাজার লিফলেট, সাটানো হয়েছে বেশ কয়েক হাজার পোস্টার। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। বেশ কিছু দিন ধরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও হাট বাজারে করা হয়েছে প্রস্ততি সভা-সমাবেশ ও মিছিল। এছাড়া মোটরসাইকেল শোভাযাত্রা। চলছে গোটা এলাকায় মাইকিং।
তিনি প্রত্যাশা নিয়ে বলেন, যশোর সদরের কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে। এটি হবে স্মরণকালের ইতিহাস। দীর্ঘ কয়েক বছর পর যশোর জেলা জামায়াতের এই কর্মী সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।