শেয়ারবাজারে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। এমনিতেই ধারাবাহিক লোকসান, তার উপর নেই বিনিয়োগ পরিবেশ। কমিশনের স্বাভাবিক কার্যক্রমও ছড়ানো হচ্ছে ভীতিকরভাবে।
সকালে সবুজ,বিকেলে লাল এই চিত্রই দেখাচ্ছে শেয়ারবাজার। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়-এমন অবস্থায় বিনিয়োগকারীদের পুঁজির সর্বনাস। এখন নয়া আতঙ্ক শীর্ষ হাউজগুলোর তদন্ত। গুজবে, কমিশনের রুটিন ওয়ার্কই তৈরি করেছে ভীতিকর পরিবেশ।
পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানে সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে যে সংস্কার টাস্কফোর্স গঠন করা হয়েছিল ৪ মাসে তার অগ্রগতি মাঝামাঝি। গত ১৫ বছরে এ সেক্টরে যে অনিয়ম হয়েছে নিয়ন্ত্রক সংস্থারও রয়েছে দায়
প্রতিদিনই সকালে চিত্র কিছুটা আলোর মুখ দেখালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে আলো ম্লান হয়ে যায় আতঙ্ক নামক মেঘের আড়ালে। সেনসেটিভ মার্কেটে সামান্য গুজবই তৈরি করে ভীতিকর পরিবেশ। দরপতনের ধারাবাহিকতায় মঙ্গলবার সূচক পতনের পাশাপাশি দৈনিক লেনদেন নেমেছে ৬ মাসের সর্বনিম্নে।