সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। সেই চিঠির জবাবে দিল্লির মন্তব্য জানতে স্বাভাবিক সময় পর্যন্ত অপেক্ষা করবে ঢাকা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, স্বাভাবিক সময় পর্যন্ত অপেক্ষার পর জবাব না এলে, পুনরায় তাগিদপত্র দেবে মন্ত্রণালয়।
এরআগে গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দিল্লিকে দেওয়া চিঠির তথ্যটি সাংবাদিকদের জানান।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা ভারতকে জানিয়েছি, তাকে (শেখ হাসিনা) যে ফেরত চাওয়া হচ্ছে সেটা বিচার ব্যবস্থার জন্য, আমরা সেটা জানিয়েছি। কূটনৈতিকপত্রের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।’