বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন: প্রতিহিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়ন করে ভোটের অধিকার নিশ্চিত করে সব অন্যায়-অত্যাচারের জবাব দিতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত হতে বলেছেন তিনি। ঢাকা বিভাগের তিন জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, শুধু কথায় চিড়ে ভিজবে না জনগণকে জবাবও দিতে হবে।