আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, অক্টোবর পর্যন্ত এয়ারলাইনস খাতে আয়ের ১৭০ কোটি ডলার আটকে রেখেছিল বিভিন্ন দেশ।
বুধবার (১১ ডিসেম্বর) আঙ্কারা ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
এয়ারলাইনস খাতে আয়
আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, অক্টোবর পর্যন্ত আয়ের ১৭০ কোটি ডলার আটকে রেখেছিল বিভিন্ন দেশ। অর্থের এ পরিমাণ এপ্রিলের ১৮০ কোটি ডলার থেকে সামান্য কম। এ সময় পাকিস্তান, বাংলাদেশ, আলজেরিয়া ও ইথিওপিয়ায় পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হলেও নতুন সমস্যা দেখা দিয়েছে মোজাম্বিক, বলিভিয়া ও পশ্চিম আফ্রিকায়।
নয়টি দেশে আটকে আছে এ অর্থের ৮৩ শতাংশ বা ১৪৩ কোটি ডলার। আইএটিএর মহাপরিচালক উইলি ওয়ালশের মতে, এ পরিস্থিতি এয়ারলাইনস খাতের প্রবৃদ্ধির জন্য হুমকি। সরকারগুলো আন্তর্জাতিক চুক্তি মেনে অবরুদ্ধ তহবিল মুক্ত করবে বলে আশা তার।