বিজয় দিবসে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সৈকতে

মহান বিজয় দিবসে পর্যটকের ঢল নেমেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তিল ধারণের ঠাই নেই সমুদ্র সৈকতের বালিয়াড়িতে।

পাঁচ শতাধিক হোটেলের কোন কক্ষই খালি নেই। পর্যটক বাড়ার সাথে সাথে বেড়েছে হোটেল ভাড়াও।

ধারণা করা হচ্ছে, কয়েক লক্ষ পর্যটক এসেছে এই ছুটিতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউবা এসেছেন বন্ধুবান্ধবের সাথে। এসব পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। 

এদিকে বিপুল পরিমাণ পর্যটক সমাগম হওয়ায় পরিপূর্ণ সমস্ত হোটেল। এই সুযোগে হোটেল গুলোতে বাড়তি ভাড়া আদায় করছেন কিছু অসাধু হোটেল ব্যবসায়ীরা। তবে আগে থেকে বুকিং দিয়ে আসা পর্যটকদের তেমন ভোগান্তিতে পড়তে হয়নি।

এছাড়া আগত সকল পর্যটক যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, অন্যদিকে পানিতে নেমে যাতে কোন পর্যটক বিপদের সম্মুখীন না হয়, সেজন্য সজাগ আছে লাইফগার্ড কর্মীরা।  যেকোন প্রকার পর্যটক হয়রানি রোধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ। 

পুরো ডিসেম্বর মাস জুড়েই পর্যটকের আগমন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন