বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। ভোটের রোডম্যাপ নিয়ে তাদের বিএনপির যা প্রত্যাশা ছিলো তা পূরণ হয়নি।
বুধবার ১৮ ডিসেম্বর রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন সালাউদ্দিন আহমেদ।
গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সংস্কার কাজ সেরে ভোটের আয়োজন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক।