অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পুর্বের চেয়ে প্রবাসীদের থাকে আসা রেমিট্যান্সের হার ২৬ শতাংশ বেড়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংকগুলো, আওয়ামী সরকার লুটপাটের জন্য ইসলামী ব্যাংকগুলোকেই বেছে নিয়েছিল।
তিনি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রবাসীদের কল্যাণে নানা ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, বিদেশ জীবন অনিশ্চয়তায় জেনেও জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীরা প্রতিবাদ জানিয়েছে। তারা জেলও খেটেছে।