বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
নিউজ পাঠান
বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
লেখা পাঠান

হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে: খামেনি

হিজবুল্লাহ নয়, বরং ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, ‘হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করার যে স্বপ্ন দেখছে ইসরায়েল, তা কোনোদিনই পূরণ হবে না।’

গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) তেহরানে নারীদের এক সমাবেশে এসব কথা বলেন আয়াতুল্লাহ খামেনি।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, ‘ইহুদি শাসকরা মনে করছে, তারা সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে কোণঠাসা করে ফেলবে ও নিশ্চিহ্ন করবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হবে না। হিজবুল্লাহ নয়, ইসরায়েলই নিশ্চিহ্ন হয়ে যাবে।’

আয়াতুল্লাহ খামেনি বলেন, ‘সিরিয়ায় সরকার পতনের ফলে তেহরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ নিশ্চিহ্ন হয়ে গেছে বলে যারা মনে করছেন, তারা ভুল করছেন। সাইয়েদ হাসান নাসরুল্লাহর আত্মা জীবিত, সিনওয়ারের আত্মা জীবিত। শহীদেরা কখনও মরে না।’

ছবি: ইসরাইল

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘আমাদের যোদ্ধাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের বিশ্বাস ও আদর্শ রয়ে গেছে। এই আদর্শ অব্যাহত থাকবে। ইসরায়েল এখনও গাজায় প্রতিদিন হামলা চালাচ্ছে। মানুষকে শহীদ করছে। কিন্তু গাজার মানুষ মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। এখনো প্রতিরোধ করছে। লেবাননও ইসরায়েলিদের প্রতিরোধ করে যাচ্ছে।’

এনএ/

পাঠকপ্রিয় অনলাইন পোর্টাল দিগন্তকণ্ঠ.কমে লিখতে পারেন আপনিও।

লেখার বিষয় সাহিত্য, ফিচার, প্রবন্ধ, মতামত, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।

আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন digantakantho@gmail.com ঠিকানায়।

- বিজ্ঞাপন -spot_img

এ সম্পর্কিত আরো