২০২৬ সালের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার ১৭ ডিসম্বের সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে।
এসময় প্রেস উইংয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, ৯ম ও ১০ম শ্রেনীর পাঠ্যবই যুগোপযোগী করা হবে। ইউনিভার্সিটি গ্রান্ড কমিশননের নাম ইউনিভার্সিটি কমিশন করা হবে।