দাম বাড়িয়ে দেওয়ার পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কিছু দোকানে মিললেও কিনতে হচ্ছে আরও বেশী দামে। মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। কমতে শুরু করেছে আলু, পেয়াজসহ বেশকিছু সবজির দাম।
আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বাজার ঘুরে জানা যায়, সামান্য দাম কমায় সন্তষ্ট নন ক্রেতারা। তারা জানালেন বাজার মনিটরিংয়ের অভাবের কথা। যথাযথ রশিদ দেখাতে না পারায় মোহাম্মদপুর কৃষিমার্কেটে এক ভোজ্যতেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গেলো কয়েক সপ্তাহ ধরেই বাজারে সয়াবিন তেলের সরবরাহে কৃত্রিম সংকট চলছে। আন্তর্জাতিক বাজার বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ালেও ৪ দিনে স্বাভাবিক হয়নি সরবরাহ। ভালো খবর নেই চালের বাজারে। কেজিতে ৪-৫ টাকা বেড়েছে নাজিরশাইল ও মিনিকেটের দাম। বেড়েছে বাসমতি এবং ২৮ চালের দামও। দাম বাড়ার জন্য পাইকাররা আড়তদারদের, আর আড়তদাররা দোষ দিচ্ছেন মিলারদের।
কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। নতুন আলুর দাম কমে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। কমেছে বেগুন,মুলা,টমেটোসহ আরো কিছু সবজির দাম। এক সপ্তাহে এলাচের দাম বেড়েছে কেজিতে প্রায় ৫শ টাকা।
গরুর মাংসের দামের হেরফের না হলেও বেড়েছে দেশি মুরগি ও ব্রয়লারের দাম।