অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সমঝোতা করা খুব কঠিন কাজ, সে তুলনায় চাঁদাবাজির সমঝোতা অনেক সহজ। সরকার শুল্ক কমালেও বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। এর পেছনে একটি কারণ, সমঝোতার মাধ্যমে চাঁদাবাজি জারি রাখা।
রোববার (১৫ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে অর্থ উপদেষ্টা এ মন্তব্য করেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি নিজে কারওয়ান বাজারে গিয়েছি। সেখানে দেখেছি, চাঁদাবাজি তিন ভাগে ভাগ করা। সবার ভেতর সমঝোতা আছে। অথচ আমাকে বলা হচ্ছে, সিন্ডিকেট ভাঙো।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরসহ নিয়ন্ত্রক সংস্থাগুলো দুর্নীতি বন্ধ করতে সক্ষম হয়নি। ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও নানান রকমের প্রতিষ্ঠান আইন ভঙ্গ করেছে। কিন্তু এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সক্ষম হয়নি।
সালেহউদ্দিন আহমেদ বলেন, সবাই জানেন, শেয়ারবাজারে কীভাবে কারসাজি হয়। আইসিবি মিউচুয়াল ফান্ডের টাকা নিয়ে চলে গেল। এটা আপনার-আমার সবার টাকা। তখন অ্যাকশন নেওয়া হলো না। এখন অ্যাকশন নিতে গেলে কথা হয়। অ্যাকশন নিতে গেলে তো কিছুটা ব্যথা লাগবেই। সব সময় তো অ্যানেসথেসিয়া দিয়ে সব অপারেশন করা যায় না।