মস্কোতে বোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ। ভবনের বাইরে স্কুটারে লুকিয়ে রাখা বিস্ফোরক যন্ত্র বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়েছে। বোমা হামলা চালিয়ে রাশিয়ার ওই জেনারেলকে তারা হত্যা করেছে বলে দাবি করেছে ইউক্রেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে মস্কোর একটি অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি হামলাটি করা হয়। ইউক্রেন যুদ্ধের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় নিহত হলেন ইগর কিরিলভ।
লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নামের ওই রুশ জেনারেল দেশটির পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রিয়াজানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে নিহত হয়েছেন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী বোমা হামলায় নিহত হয়েছেন।
ইউক্রেন বলেছে, মস্কোতে স্কুটার বিস্ফোরণে নিহত হওয়া সিনিয়র রাশিয়ান জেনারেলকে তারা হত্যা করেছে।
এদিকে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা বেশ কিছু ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
রাশিয়ার রেডিওঅ্যাক্টিভ, কেমিক্যাল এবং বায়োলজিক্যাল প্রতিরক্ষা বাহিনী মূলত এমন এক বিশেষ বাহিনী যারা তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে থাকে। সোমবার ইউক্রেনের প্রসিকিউটররা কিরিলোভের অনুপস্থিতিতেই তাকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে বলে ইউক্রেনীয় সিকিউরিটি সার্ভিস জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেলকে হত্যা করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয়েছে তা দূর থেকে পাঠানো হয়েছে। এতে আরও বলা হয়, বোমাটিতে প্রায় ৩০০ গ্রাম বিস্ফোরক উপাদান থাকতে পারে।