বাংলাদেশের সংখ্যালঘুদের দুর্দশা দেখাতে ‘বাংলাদেশ ব্যাগ’ হাতে প্রিয়াঙ্কা গান্ধী

“ফিলিস্তিন” শব্দ সম্বলিত ব্যাগ সংসদে নিয়ে যাওয়ায় বিতর্কের একদিন পর, বাংলাদেশে সংখ্যালঘুদের দুর্দশার সমর্থনে স্লোগানসহ একটি নতুন ব্যাগ নিয়ে সংসদে দেখা গেছেন ভারতের কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীকে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার উল্লেখ করে তার ব্যাগের উদ্ধৃতিটি লেখা ছিল, “বাংলাদেশি হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান”।

সোমবার (১৬ ডিসেম্বর) লোকসভায় জিরো আওয়ার চলাকালীন তার ভাষণে, প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতার বিষয়টি উত্থাপন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি হিন্দু ও খ্রিস্টানদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে যুক্ত হওয়ার প্রতি আহ্বান জানান।

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করা। আমাদের উচিত বাংলাদেশ সরকারের সাথে এই বিষয়ে নিয়ে আলোচনা করা এবং যারা কষ্টে আছে তাদের সমর্থন করা।

তার “ফিলিস্তিন” ব্যাগের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে, প্রিয়াঙ্কা গান্ধী বিজেপির সমালোচনাকে উড়িয়ে দিয়ে বলেন, আমি এখন কী পোশাক পরবো তা কে ঠিক করবে? এটি পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা মাত্র যা নারীরে কী পড়বে তা নির্ধারণ করার অধিকার চায়।

তিনি আরন বলেন, আমি আমার স্বাধীনতার জায়গা থেকে আমার যা মন চাবে তাই পরব। এই বিষয়ে আমার বিশ্বাস কী তা আমি অনেকবার বলেছি। আপনারা আমার টুইটার হ্যান্ডেলটি দেখলেই, আমার সমস্ত মন্তব্য বুঝতে পারবেন।

নিউজটি শেয়ার করুন