দিগন্ত কণ্ঠ’র নবযাত্রায় আন্তরিক শুভেচ্ছা – শেখ রিফাদ মাহমুদ

দিগন্ত কণ্ঠ’র নবযাত্রায় আন্তরিক শুভেচ্ছা

বাংলাদেশের গণমাধ্যম চর্চা বরাবরই একটি চ্যালেঞ্জিং ও সাহসী ভূমিকা বিষয়। আধুনিক অনলাইন যুগে নিউজ পোর্টালগুলো বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অতীতের ফ্যাসিস্ট সরকারের সময় সংবাদ মাধ্যমের ওপর নেমে আসা কালো থাবার স্মৃতি আজও তাড়িয়ে বেড়ায়। মতপ্রকাশে ভিন্নমতের কারণে অনলাইন পোর্টালগুলোর বিটিআরসি কর্তৃক ডোমেইন ব্লক হওয়া কিংবা জেলা ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোর হয়রানির শিকার হওয়ার ঘটনা আমাদের স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনীয়তাকে মনে করিয়ে দেয়।

বাংলাদেশ আজ বিশ্বে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় উঠে এসেছে। ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। এই তথ্যই প্রমাণ করে, সত্য প্রকাশে এখনও কী ভয়াবহ মূল্য দিতে হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর সাম্প্রতিক প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, সাংবাদিকদের রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তবে, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। যেখানে গণমাধ্যমের ভূমিকা ব্যাপক। বিভিন্ন জায়গায় ফ্যাসিস্ট সরকারের তাঁবেদারদের পদায়ন প্রতিহত হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়েছে শুধুমাত্র গণমাধ্যমের সোচ্চার ভূমিকার কারণে।

দিগন্ত কণ্ঠ এই যাত্রায় বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠুক—এই প্রত্যাশা করি। মানবিক মর্যাদা ও সাম্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে দিগন্ত কণ্ঠ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। পক্ষ-বিপক্ষের ঊর্ধ্বে থেকে, বাংলাদেশের স্বার্থে ও সত্যের পক্ষে দিগন্ত নিউজ অবিচল থাকবে—এই প্রত্যাশা জানাই।

নবযাত্রার এই গুরুত্বপূর্ণ মূহুর্তে দিগন্ত কণ্ঠ’র প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনে এর অবদান চিরস্মরণীয় হোক।

শুভ কামনায়,
শেখ রিফাদ মাহমুদ
নির্বাহী সম্পাদক, বাংলাদেশ চিত্র
চেয়ারম্যান, এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন
এডুকেশন রিলেশন অফিসার, কমনওয়েলথ স্টুডেন্টস এসোসিয়েশন

নিউজটি শেয়ার করুন