আজ, ১২ ডিসেম্বর, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম নেওয়া এই মহান নেতা ছিলেন শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের আশার প্রদীপ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ গঠনে তার অবদান অমর হয়ে আছে।
মওলানা ভাসানী ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা। তিনি সর্বদাই শোষিত ও মেহনতি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। তার নেতৃত্বে তেভাগা আন্দোলন, ফারাক্কা লং মার্চসহ অসংখ্য গণআন্দোলন সংগঠিত হয়েছে। তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছিলেন অবিচল। তার আদর্শ ও নেতৃত্ব তাকে “মজলুম জননেতা” উপাধি এনে দেয়।
মওলানা ভাসানীর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তার আদর্শ ও কর্মধারা আমাদের প্রেরণা জোগায়। আজকের দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে আমাদের অঙ্গীকার হোক, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা। তার জীবনাদর্শ আমাদের পথচলার দিশারি হয়ে থাকুক।